Hindustan Times
Bangla

লোন নেওয়ার কথা ভাবছেন? সাবধান থাকুন এই ৪ মোবাইল অ্যাপের থেকে

লোন নেওয়ার কথা ভাবছেন? মোবাইল অ্যাপের সাহায্য নিচ্ছেন। তবে এই ৪ ভুয়ো অ্যাপের থেকে সাবধান।

সাম্প্রতিক এক রিপোর্টে ভারতের অ্যাপ স্টোর থেকে কয়েকটি লোন অ্যাপ সম্পর্কিত চমকে যাওয়া তথ্য প্রকাশ্যে এসেছে। এই অ্যাপগুলি প্রতারণামূলক কার্যকলাপের সঙ্গে জড়িত ছিল। 

অ্যাপগুলির বিরুদ্ধে অতিরিক্ত সুদের হার নেওয়ার মতো অভিযোগ ছিল এবং ব্যবহারকারীদের অর্থ ফেরত দিতে বাধ্য করেছিল, এমনকি তাঁদের নগ্ন ছবি অন্যদের পাঠানোর হুমকি দিয়েছিল।

টেকক্রাশ প্রকাশ করেছে প্রতারণামূলক অ্যাপগুলির নাম- পকেট ক্যাশ, হোয়াইট ক্য়াশ, গোল্ডেন ক্য়াশ এবং ওকে রুপি।

এই প্ল্যাটফর্মগুলি প্রাথমিকভাবে ব্যবহারকারীদের সহজে ঋণের প্রস্তাব দিয়েছিল। পরে আপত্তিকর চার্জ করে সুদের হার আরোপ করে।

একাধিক রিপোর্ট অনুযায়ী, তাঁরা ব্যবহারকারীদের কন্ট্য়াক্ট লিস্ট এবং ছবির অ্যাক্সেস পেয়ে যায়। ছবিগুলি মরফিং করে ব্যবহার করার প্রচেষ্টা করে।

পরিচিতদের নকল নগ্ন ছবি পাঠানোর হুমকি দেয় ব্যবহারকারীদের।

এই অ্য়াপগুলি নিষিদ্ধ করা হয়েছে এবং অ্যাপেল অ্য়াপ স্টোর থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

এই ধরনের অ্যাপ আইফোনে ডাউনলোড করলে তড়িঘড়ি আন-ইনস্টল করাই বুদ্ধিমানের কাজ। কোনও অ্যাপ ডাউনলোড করার আগে যাচাই করে নিন। সতর্কতা অবলম্বন করুন।