Hindustan Times
Bangla

৫৫-এ পা ভাগ্য়শ্রীর, জন্মদিনে বিরাট আয়োজন, পার্টিতে হাজির মাধুরী থেকে অনুপমরা

৫৫ বছরে পা দিলেন বলিউড অভিনেত্রী ভাগ্যশ্রী। স্বামীকে পাশে রেখে এ দিন জন্মদিনের কেক কাটেন নায়িকা।

স্ত্রীকে জন্মদিনে আদরে, চুমুতে ভরিয়ে দিয়েছেন শিল্পপতি হিমালয়া দাসানি।

দুই ছেলেমেয়েকে নিয়ে সুখী গৃহকোণ ভাগ্য়শ্রী-হিমালয়ের। তাঁদের সন্তানেরাও বলিউডে পা রেখেছে।

ভাগ্য়শ্রীর জন্মদিন পার্টিতে হাজির হয়েছেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত।

ওয়ান পিস করে পার্টিতে দেখা মেলে নীনা গুপ্তার।

২৩ ফেব্রুয়ারি রাতে এক রেস্তোরাঁয় বসেছিল তাঁর বার্থডে পার্টির আসর। হাজির হয়েছিলেন অভিনেত্রী নুসরত ভারুচা।

 এক ঝাঁক বলি তারকা উপস্থিত ছিল এই গ্র্যান্ড পার্টিতে। এসেছেন বনি কাপুরও।

অভিনেতা সঞ্জয় কাপুরও এ দিনের পার্টিতে যোগ দিয়েছেন।

অভিনেত্রী গওহর খানও যোগ দিয়েছেন পার্টিতে।

অভিনেতা অনুপম খেরও যোগ দিয়েছেন পার্টিতে। বলিউডের আরও অনেক অভিনেতার এ দিনের উপস্থিতি পার্টি আলোকিত করেছে।