By Priyanka Bose
Published 22 Jun, 2023

Hindustan Times
Bangla

কালো ক্রপ টপে কিলার পোজ দিয়েছেন ভূমি, সেক্সি অবতারে আবার চর্চায় নায়িকা

কেরিয়ারের শুরু থেকেই চর্চায় থেকেছেন অভিনেত্রী ভূমি পেডনেকর। ‘দম লাগাকে হাঁইসা’ ছবিতে ৯০ কিলোর ভূমিকে দেখেছিল দর্শক। এরপর নিজের ভোল পালটে সকলকে চমকে দেন তিনি। 

নিজেদের শরীর নিয়ে বলি-নায়িকাদের অবসেশনের কমতি নেই। ৩৫ কিলো ওজন ঝরিয়ে ছিপছিপে আর তন্বী ভূমি।

কালো পোশাকে একাধিক সময় ফটোশ্যুটের ছবি শেয়ার করে লাইমলাইটে থেকেছেন ভূমি

সোশ্যাল মিডিয়ায় দারুণ জনপ্রিয় অভিনেত্রী

ভূমিকে শেষ পর্দায় দেখা গিয়েছে 'ভিড়' ছবিতে।

 ‘দ্য লেডি কিলার’, ‘মেরে হাজব্যান্ড কি বিবি’, ‘আফওয়া’-এর মতো প্রোজেক্ট আপতত রয়েছে ভূমির ঝুলিতে।

ভূমির সেক্সি অবতার হামেশাই নজর কাড়ে নেটিজেনের