Hindustan Times
Bangla

মেলবোর্নের অলিতে গলিতে ঘুরে ছবি দিলেন ভূমি! সঙ্গী কি চর্চিত প্রেমিক?

অস্ট্রেলিয়ায় বেড়াতে গিয়েছিলেন অভিনেত্রী ভূমি পেডনেকর

মেলবোর্ন থেকে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন অভিনেত্রী

হলিডের দিনগুলি খুব মিস করছেন এই বলি ডিভা

মেলবোর্নের অলিতে গলিতে ঘুরে ছবি তুলেছিলেন ভূমি

কখনও মিউজিয়ামে আবার রেস্তোরাঁয় বসেও ছবি দিয়েছেন নায়িকা

বলিউডের গতে বাঁধা রোম্যান্টিক ঘরানা থেকে সম্পূর্ণ আলাদা এক ধরনের ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করেছিলেন ভূমি। ছবির নাম ‘দম লাগা কে হাইশা’। 

‘টয়লেট: এক প্রেম কথা’, ‘শুভ মঙ্গল সাবধান’, ‘শুভ মঙ্গল জাদা সাবধান’-এর মতো ছবিতে অভিনয় করেছেন ভূমি।