By Subhasmita Kanji
Published 13 Sep, 2023

Hindustan Times
Bangla

থ্যাংক ইউ ফর কামিং ছবির গান লঞ্চের অনুষ্ঠানে কালো পোশাকে পরে রীতিমত আগুন ঝরালেন ভূমি পেডনেকর, শেহনাজরা। 

১২ সেপ্টেম্বর লঞ্চ করল থ্যাংক ইউ ফর কামিং ছবির হাঞ্জি গানটি। 

এই ছবিতে ভূমি পেডনেকর ছাড়াও শেহনাজ গিল, ডলি সিং, কুশা কপিলা, শিবানী বেদি প্রমুখকে। 

এই হাঞ্জি গানটিতে ছবির সমস্ত অভিনেত্রীদের দেখা যাবে। 

ইতিমধ্যেই এই গানটির সঙ্গে নাচ করে একটি ভিডিয়ো শেয়ার করেছেন ভূমি এবং শেহনাজ। 

করণ বুলানি এই ছবির হাত ধরেই পরিচালক হিসেবে ডেবিউ করতে চলেছেন। 

আগামী ৬ অক্টোবর মুক্তি পেতে চলেছে এই ছবি।