By Priyanka Bose
Published 16 Oct, 2023

Hindustan Times
Bangla

এবার কারা থাকছেন, বিগ বসের ঘরে? বিগ বস ১৭-এর প্রতিযোগীদের তালিকা দেখুন

১৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিগ বস ১৭। প্রতি সোমবার থেকে শুক্রবার পর্যন্ত এই রিয়েলিটি শো রাত ১০টা এবং শনি ও রবিবার রাত ৯ টা থেকে সম্প্রচারিত হবে। 

কালার্স চ্যানেলে সম্প্রচারিত বিগ বস ১৭-এর প্রতিযোগীর তালিকা দেখে নিন-

অঙ্কিতা লোখান্ডে এবং ভিকি জৈন

অভিষেক কুমার এবং ইশা মালভিয়া

টেলিভিশন অভিনেত্রী রিঙ্কু ধাওয়ান

ইউটিউব গেমার অরুণ ম্যাশেত্তি

বিখ্যাত কমেডিয়ান এবং ইউটিউবার সানি আর্যা

খানজাদি নামে পরিচিত ফিরোজা খান

অভিনেত্রী মডেল সোনিয়া বনসাল

হংসল মেহতার স্কুপ খ্যাত জিগনা বোহরা

ফৌজদারি আইনজীবী সানা রইস খান

ইউটিউবার অনুরাগ দোভাল

স্ট্যান্ড আপ কমেডিয়ান মুনওয়ার ফারুকি

UK বেসড  ফার্মাসিস্ট নাভিদ সোল

নীল ভাট, ঐশ্বর্য শর্মা

মান্নারা চোপড়া, যিনি প্রিয়াঙ্কা চোপড়া ও পরিণীতি চোপড়ার তুতো বোন