Hindustan Times
Bangla

মার্কিনি পেন্টাগনকে ছাপিয়ে ভারতে বিশ্বের সর্ববৃহৎ অফিস

আমেরিকাকে ছাপিয়ে গিয়ে এবার বিশ্বের সবচেয়ে বড় অফিস বিল্ডিং ভারতে নির্মিত হল। পিছিয়ে রইল আমেরিকার পেন্টাগন। 

এই অফিস ভারতের গুজরাটের সুরাটে নির্মিত হয়েছে। এই অফিস বিল্ডিংটি সুরাটের হীরা ব্যবসার কেন্দ্র হিসাবে ব্যবহৃত হবে। 

উল্লেখ্য, সুরাটের হীরা ব্যবসার কথা জগদ্বিখ্যাত। বিশ্বের ৯০ শতাংশ হীরা কাটা হয় এখানে। সুরাত ডায়মন্ড বোর্স নাম দেওয়া হয়েছে  বিল্ডিংটির।

১৫ তলার এই কমপ্লেক্সে রয়েছে ৩৫ একর জমি। গত ৮০ বছর ধরে বিশ্বের সবচেয়ে বড় অফিসের শিরোপা ছিল পেন্টাগনের, এবার তা ছিনিয়ে ছিল ভারতের সুরাটের এই অফিস।

৯টি আয়তাকার ক্ষেত্র নিয়ে তৈরি হয়েছে এই বিল্ডিং।  তারা একে অপরের সঙ্গে সংযুক্ত রয়েছে ভিতর থেকে।  20 লক্ষ বর্গফুট জুড়ে একটি বিনোদন এবং পার্কিং এলাকা রয়েছে।

জানা যাচ্ছে, ৬৫ হাজার হীরে ব্যবসায়ীর 'ওয়ানস্টপ ডেস্টিনেশন' হিসাবে এই বিল্ডিং গড়ে তোলা হচ্ছে।