Hindustan Times
Bangla

বউয়ের জন্মদিন নয়, তাহলে ‘কার’ জন্মদিনে বিদিপ্তাকে বিশেষ উপহার বিরসার

বিবাহবার্ষিকীর দিন স্ত্রী বিদিপ্তা চক্রবর্তীর সঙ্গে একগুচ্ছ অদেখা ছবি শেয়ার করেছেন পরিচালক বিরসা দাশগুপ্ত।

বিবাহবার্ষিকীর বিশেষ দিনে, শহরের এক নামী রেস্তোরাঁয় দুই মেয়েকে নিয়ে নৈশভোজ সেরেছেন বিরসা-বিদিপ্তা।

'আমরা দুজন, আমাদের দুজন', লিখে সোশ্যাল মিডিয়ায় বিবাহবার্ষিকীর ডেটের ছবি শেয়ার করেছেন। দম্পতির দুই কন্যা সন্তানের ছবি।

পরিচালক বিরসা দাশগুপ্তের স্ত্রী বিদিপ্তা চক্রবর্তী। বয়সে বিদিপ্তা বরের চেয়ে বছর সাতকের বড়। 

বিরসার মা চৈতালী দাশগপ্তর সঙ্গে খুব ভালো বন্ধুত্ব বিদিপ্তার। বিরসার সঙ্গে বিয়ের অনেক আগে থেকে শাশুড়ি মায়ের সঙ্গে বন্ধুত্ব বিদিপ্তার।

বিদিপ্তাকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে একগুচ্ছ অদেখা ছবি পোস্ট করে বিরসা লিখেছেন, 'আজ আমাদের বিয়ের জন্মদিন'।

বিরসাকে বিয়ের আগে দাম্পত্য সম্পর্কে ইতি টেনেছিলেন বিদিপ্তা। তাঁর প্রথমপক্ষের সন্তান মেঘলা, সে বিরসার নয়নের মণি।

বিদিপ্তা ও বিরসার এক কন্যা সন্তান রয়েছে ইদা। বিরসা পরিচালিত ‘সব ভূতুড়ে’ ছবিতে ভূতের চরিত্রে অভিনয়ও করেছে সে।

অভিনেত্রীর প্রথমপক্ষের মেয়ে মেঘলা দাশগুপ্তের সঙ্গে দারুণ বন্ডিং বিরসার। বাবার সহকারী পরিচালক হিসাবে কাজও করে সে।

২০১০ সালে সাত পাকে বাঁধা পড়েছিলেন বিরসা-বিদিপ্তা। সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই বউয়ের সঙ্গে উষ্ণ রোম্যান্সের ঝলক শেয়ার করে নেন বিরসা।