Hindustan Times
Bangla

রাজস্থানে এগিয়ে BJP, মুখ্যমন্ত্রীর দৌড়ে সবার আগে কোন কোন নাম

রাজস্থানে বিধানসভা নির্বাচন মিটেছে ২৫ নভেম্বর। মরু রাজ্যে যুযুধান দুই পক্ষ, কংগ্রেস-বিজেপি। দুই শিবিরের মধ্যেই জোর টক্কর চলেছে। 

চার রাজ্যে বিধানসভা ভোটের গণনা চলছে। রাজস্থানে আপাতত এগিয়ে আছে বিজেপি। রাজস্থানে সম্ভাব্য মুখ্যমন্ত্রীর দৌড়ে  BJP-র তরফে এগিয়ে কারা? 

বসুন্ধরা রাজে- রাজস্থানের রাজনীতিতে তিনি মহারানি বলেই পরিচিত। গত ২০ বছর ধরে তিনি রাজস্থান বিজেপির মুখ বলেই পরিচিত। তিনিই রাজস্থানের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন। ২০০৭ সালে তাঁকে ইউনাইটেড নেশনস তাঁকে পুরষ্কৃত করেছিল।

গজেন্দ্র সিং শেখাওয়াত- কেন্দ্রীয় জলশক্তি দফতরের মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। বয়স ৫৬ বছর। তিনি বিজেপির যুব ব্রিগেডের অন্যতম।  ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছিলেন তিনি। টেকনিকাল দিক থেকে অনেকটাই এগিয়ে থাকা মানুষ মোদীর বড় আস্থাভাজন। 

অর্জুন রাম মেঘাওয়াল- কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল। তিনি প্রাক্তন আইএএস আধিকারিক। তিনি তিন বারের এমপি। রাজস্থানে বিজেপির অন্যতম বড় মুখ তিনি।

সতীশ পুনিয়া- রাজস্থানের জাঠ মুখ বলে পরিচিত। বিজেপির প্রাক্তন রাজ্যসভাপতি। RSS -এর অত্য়ন্ত কাছের মানুষ বলে পরিচিত তিনি।

সিপি যোশী- চিতোরগড়ে দুবারের এমপি। বয়স ৪৮ বছর। ছাত্র আন্দোলন থেকে উঠে এসেছিলেন তিনি। ২০১৯ লোকসভা নির্বাচনে কংগ্রেস নেতা গিরিজা ব্যাসকে পরাজিত করে ৫.৭৬ লক্ষ ভোটের সর্বোচ্চ ব্যবধানে জয়ী হওয়ার রেকর্ড রয়েছে। সম্ভাব্য মুখ্যমন্ত্রীর দৌড়ে উঠে আসছে তাঁর নামও।

বাবা বালকনাথ- আলওয়ারের বিজেপি এমপি বাবা বালকনাথ। তাঁর দিকেও পাল্লা ভারী। তিনি রোহতকের নাথ সম্প্রদায় থেকে উঠে এসেছেন। যোগী আদিত্যনাথের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত তিনি।