By
Published 20 Jan, 2023

Hindustan Times
Bangla

সাদা চুল নিয়ে সমস্যা? কাজে লাগান কালোজিরে

বয়স ৩০ পেরোতে না পেরোতেই চুল সাদা হওয়ার সমস্যা একাধিকের। আর এই কারণে বেশ লজ্জাতেও পড়তে হয়।

ঘরোয়া উপায়েই এর সমাধান সম্ভব। শুধু লাগবে কালোজিরে।

কালোজিরে পাকা চুল কালো করতে সক্ষম।

খুশকি দূর করা, চুলের গোড়া মজবুত রাখা, মাথার ত্বকের বিভিন্ন সংক্রমণ এড়াতেও কালোজিরে দারুণ কাজ করে।

একটা বয়সের পর চুলের মেলানিন নামক উপাদানটি হ্রাস পায়। ফলে চুল সাদা হতে থাকে। 

কালোজিরে এই মেলানিনের ঘাটতি পূরণ করে। এতে চুলের জেল্লাও বজায় থাকে।

২ চামচ কালোজিরেবাটার সঙ্গে ১ চামচ অ্যালোভেরা জেল ও ১ চামচ তেল মিশিয়ে নিন।

মিনিট ৪৫ রেখে তারপর শ্যাম্পু করুন। চটজলদি মিলবে উপকার।

কালোজিরের তেলও চুলে ব্যবহার করতে পারেন। তবে অন্য তেলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করলে ভালো।