Hindustan Times
Bangla

ঘরোয়া উপায় দূর করুন ব্ল্যাক হেডস, টিপস একনজরে

কীভাবে সরিয়ে দেওয়া যাবে মুখের অযাচিত ব্ল্যাক হেডস? ঘরে যদি এই ৫ টি জিনিস থাকে, তাহলে সহজেই ব্ল্যাক হেডসের সমস্যাকে দূর করা যাবে।

বেকিং সোডা- একটি বড় বাটিতে বেকিং সোডা, আর দুটি চামচে কমলা লেবুর খোসা নিয়ে পেস্ট বানাতে হবে। মিশ্রণ মুখে লাগিয়ে নিন। ১৫ মিনিট রাখার পর জলের ছিটে দিয়ে তুলে নিন মাস্কটি। এক মিনিট ধরে হালকা হালকা হাত দিয়ে তা মাসাজ করে নিন। এরপর ঠাণ্ডা জলে মুখ ধুয়ে ফেলুন।

সি সল্ট- মধু আর সি সল্ট একসঙ্গে লাগিয়ে, যেখানে ব্ল্যাকহেডস রয়েছে সেই জায়গায় লাগিয়ে নিন। এরপর ৫ মিনিট পরে মুখ ধুয়ে ফেলুন। সি সল্টে ডেডস্কিন চলে যায়, আর ত্বক করে উজ্জ্বল।

হলুদ- এক চা চামক জলে এক চা চামক হলুদ মিশিয়ে নিন। আর তা মুখে লেপে দিন। বিশেষত যেখানে রয়েছে ব্ল্যাক হেডস। রোজ একবার এই পেস্ট লাগিয়ে নিলে পেতে পারেন মনের মতো উপকার।

লেবু- ব্ল্যাক হেডসের সমস্যা দূর করতে ১ চামক মধু ও ১ চামক লেু নিন। এই দুটি মিশিয়ে একটি পেস্ট বানিয়ে নিন। এই মিশ্রণ ব্ল্যাক হেডস যেখানে রয়েছে সেখানে লাগিয়ে নিন। মিলতে পারে কার্যকরী ফলাফল।

দারুচিনি- দারুচিনি ত্বক পরিষ্কার এবং উজ্জ্বল রাখতে সাহায্য করে। ১ চামচ দারুচিনি গুঁড়ার সঙ্গে লেবুর রস মিশিয়ে স্ক্রাব তৈরি করে লাগান এবং ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।