Hindustan Times
Bangla

শাড়িতেও হট লুক চান? ব্লাউজ বানাতে পারেন এই বলি ডিভাদের স্টাইলে

একটু সাহসী ভাবে শাড়ি পরলে, ভূমির মতো ব্লাউজ দিয়ে পার যায়।

বোল্ড সাজের সঙ্গে দিশার মতো এমন ডিজাইনিং ব্লাউজ ট্রাই করতে পারেন।

একটু ঝকঝকে লুক পছন্দ করেন, নোরার মতো এমন স্টাইলের ব্লাউজ ট্রাই করতে পারেন।

সাদা নেটের শাড়ির সঙ্গে এমন ডিপ নেক কাটিং ব্লাউজ বেশ মানান সই।

সিলভার হল্টারনেক ব্লাউজে পলকের মতো লুক যে কারও নজর কাড়বে।