By Priyanka Bose
Published May 16, 2023

Hindustan Times
Bangla

ইনস্টাগ্রামে মাত্র ৬ জনকে অনুসরণ করেন অক্ষয় কুমার, কে কে জানলে চমকে উঠবেন

নব্বইয়ের দশক থেকে বিনোদনের দুনিয়ায় একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন অভিনেতা অক্ষয় কুমার। 

বলিউডের অ্য়াকশন হিরো নামে পরিচিত অক্ষয়। পাশাপাশি তিনি একজন সোশ্যাল মিডিয়া স্টারও।

বাস্তবে অক্ষয়ের রয়েছে লাখ লাখ ভক্ত। ইনস্টাগ্রামে ৬৪ মিলিয়নের উপর নেটিজেন ফলো করেন অভিনেতাকে।

ইনস্টাগ্রামে মাত্র ৬ জনকে অনুসরণ করেন অক্ষয়। এঁদের নাম জানলে অবাক হবেন-

স্ত্রী টুইঙ্কেল খান্নাকে ইনস্টায় ফলো করেন অক্ষয়। টুইঙ্কেলের সঙ্গে প্রায়শই সোশ্যাল মিডিয়ার পাতায় ছবিও পোস্ট করেন অভিনেতা।

টুইঙ্কেল খান্নার নারীকেন্দ্রিক ওয়েবসাইট টুইক ইন্ডিয়া। অভিনেতা এটিকেও ফলো করেন।

২০২২ সালের পোশাকের ব্র্যান্ড Force IX চালু করেছিলেন অক্ষয়। এটিকেও অনুসরণ করেন অভিনেতা।

অভিনেতা তাঁর সিনেমা 'প্যাড ম্যান'-এর অফিসিয়াল পেজও অনুসরণ করেন। ছবিটি পরিচালনা করেছেন আর বাল্কি।

অভিনেতা ইনস্টাতে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী কর্নেল রাজ্যবর্ধন সিং রাঠোরকে অনুসরণ করেন। কর্নেল ভারতীয় সেনাবাহিনীতেও ছিলেন।

আশ্বিনী ইয়ার্দির সঙ্গে যৌথভাবে প্রোডাকশন হাউস গ্র্যাজিং গোট পিকচার্স শুরু করেছিলেন। অভিনেতা এই পেজটি অনুসরণ করলেও পেজটি আর সক্রিয় নেই।