By Priyanka Bose
Published 28 May, 2023

Hindustan Times
Bangla

শুধু আশিস নয়, ৫০ থেকে ৭০ বছরে বিয়ের পিঁড়িতে বসেছেন এই বলি অভিনেতারাও

বলিউডের প্রবীন অভিনেতা আশিস বিদ্য়ার্থী দ্বিতীয় বিয়ের পর থেকে তুমুল চর্চায় রয়েছেন।

৬০ বছর বয়সে দ্বিতীয় বিয়ে সেরে ফেললেন জাতীয় পুরস্কার জয়ী অভিনেতা আশিস বিদ্য়ার্থী। পাত্রী রূপালি বড়ুয়া। আশিস ছাড়াও এমন অনেক অভিনেতা আছেন যাঁরা ৫০ থেকে ৭০ বছর বয়সে প্রেমে পড়ে বিয়ে করেছেন।

৭০ বছর বয়সে মডেল পারভিন দোসাঞ্জকে বিয়ে করেন অভিনেতা কবীর বেদী। এটি অভিনেতার তৃতীয় বিয়ে।

অভিনেত্রী সুহাসিনী মুলে ৬০ বছর বয়সে বিজ্ঞানী অতুল গুর্তুকে বিয়ে করেন।

বিখ্যাত মডেল-অভিনেতা মিলিন্দ সোমান ৫৩ বছর বয়সে নিজের থেকে ২০ বছরের ছোট অঙ্কিতা কোনারকে বিয়ে করেন। এটি মিলিন্দের দ্বিতীয় বিয়ে।

৪৯ বছর বয়সে মান্যতাকে বিয়ে করেন অভিনেতা সঞ্জয় দত্ত। এটি অভিনেতার দ্বিতীয় বিয়ে।

৪৯ বছর বয়সে দিল্লির বাসিন্দা বিবেক মেহরাকে বিয়ে করেন অভিনেত্রী নীনা গুপ্তা।

একটি ফ্লাইটে বিবেকের সঙ্গে দেখা হয় নীনার। এরপর তাঁদের বন্ধুত্ব আরও গাঢ় হয়। ২০০৮ সালে তাঁরা বিয়ে করার সিদ্ধান্ত নেন।