Hindustan Times
Bangla

জয়া বচ্চন থেকে সলমন খান, একটুতেই নাকি রেগে যান এই বলি তারকারা

বলিউড সুপারস্টার সলমন খান একটুতে রেগে যাওয়ার জন্য় সুপরিচিত। মিডিয়া এবং জনগনের উপর বহুবার ক্ষুব্ধ হয়েছেন তিনি।

দ্রুত রেগে যান অভিনেতা জন আব্রাহাম। একবার রেগে গিয়ে একজনের গায়েও নাকি হাত তুলেছিলেন তিনি।

অভিনেতা সইফ আলি খানও নাকি একটুতেই রেগে যান। প্রায়শই পাপারাৎজ্জির উপর বিরক্তি প্রকাশ করেন। 

সিনেমায় অভিনেতা সানি দেওল যতটা রাগী, বাস্তবেও একেবারেই তাই। একাধিক বার সকলের সামনে রেগে যেতে দেখা গিয়েছে অভিনেতাকে।

স্বল্পতেই মেজাজ হারান অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। পাপারাৎজ্জির উপর একাধিকবার রেগে যেতে দেখা গিয়েছে তাঁকে। সেটেও নাকি একাধিক সময় মেজাজ হারিয়েছেন তিনি।

প্রবীণ অভিনেত্রী জয়া বচ্চনও একটুতেই রেগে যান। একাধিকবার পাপারাৎজ্জির উপর চোটপাট করেছেন তিনি।

একটুতেই রেগে যান অভিনেত্রী করিনা কাপুর খান। একাধিকবার পাপারাৎজ্জি এবং সেটে সহ অভিনেতার উপর চোটপাট করেছেন তিনি।

রেগে যাওয়ার লিস্টে নাম রয়েছে অভিনেতা-গায়ক আদিত্য নারায়ণেরও। একবার বিমানবন্দরে কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়েছিলেন তিনি।

পরিচালক মহেশ ভাটও বেশ শর্ট টেম্পার ব্যক্তিত্ব। বহুবার অনেকেই সঙ্গে তর্কে জড়িয়েছেন তিনি।