Hindustan Times
Bangla

১ নম্বর নায়িকা! পড়াশোনা কতদূর বিরাট-পত্নী অনুষ্কা শর্মার?

বলিউডের প্রথম সারির নায়িকাদের তালিকায় নাম আসে অনুষ্কা শর্মার। 

যদিও মেয়ে ভামিকার জন্মের পর থেকে সিলভার স্ক্রিন থেকে দূরেই আছেন। শেষ তাঁকে দেখা গিয়েছে ২০১৮ সালে জিরো-তে। 

আপাতত অপেক্ষা ঝুলন গোস্বামীর বায়োপিক দিয়ে ওটিটি-তে পা রাখার। যা প্রিমিয়ার হওয়ার কথা রয়েছে নেটফ্লিক্সে। 

অনুষ্কার এখন তাঁর পুরো মন মেয়ে ভামিকাতে। 

তা জানেন কি অনুষ্কা কতদূর পড়াশোনা করেছেন?

অনুষ্কা আর্টসে স্নাতক (বিএ) পাশ করেছেন।

সঙ্গে বিরাট-পত্নী অর্থনীতিতে মাস্টার্সও করেছেন।

অনুষ্কা এক সাক্ষাৎকারে জানান, প্রথম থেকেই ভেবে রেখেছিলেন অভিনয়ের জগতে আসবেন। তবে তার জন্য খামতি রাখেননি লেখাপড়ায়। 

অভিনেত্রীর মতে, যাতে তাঁর মা-বাবাকে কেউ টন কেটে 'ও মেয়ে অভিনয়ে যাচ্ছে!' বললে জবাবে তাঁরা বলতে পারেন, 'ও কিন্তু ক্লাসে প্রথম এসেছিল'।