Hindustan Times
Bangla

জিম থেকে বাগান... ভাগ্যশ্রীর বাড়িতে রয়েছে এই বিলাসবহুল সুযোগ-সুবিধা, দেখুন ভিতরের ছবি

এনআরআই ব্যাবসায়ী হিমালয় দাসানির সঙ্গে সংসার বেঁধেছেন বলিউড অভিনেত্রী ভাগ্যশ্রী। দম্পতির এক পুত্র এবং এক কন্যা সন্তান রয়েছে।

স্বামী হিমালয় দাসানির সঙ্গে মুম্বইয়ের পার্লে এলাকায় একটি বিলাসবহুল তিনতলা বাড়িতে থাকেন অভিনেত্রী

অভিনেত্রীর এই বাড়িটি যেমন বিলাসবহুল, তেমনি দুর্দান্ত অভ্যন্তরিন সজ্জা। 

বাড়িটি মনের মতো করে সাজিয়েছেন ভাগ্য়শ্রী। বাড়িতে রয়েছে বড় বাগান। পুলের পাশাপাশি রয়েছে অনেক ধরনের গাছ-গাছালি।

বাড়িটিতে জমকালো ও সুন্দর করতে মার্বেলের পাশাপাশি কাঠের কাজও করা রয়েছে অনেক জায়গায়।

বাড়ির বসার ঘরটাও অনেক বড়। যেখানে লাল সোফা রাখা হয়েছে। এই ছবিগুলি অভিনেত্রী নিজেই তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন।

ভাগ্যশ্রী ৫৩ বছর বয়সেও নিজেকে খুব ফিট রেখেছেন। সেজন্য তিনি বাড়িতে একটি জিম করার আলাদা জায়গা রেখেছেন।

অভিনেত্রীর বাড়িতে রয়েছে অনেক খোলামেলা জায়গা।

ছেলে এবং মেয়ের সঙ্গে ভাগ্য়শ্রীর এই ছবি