By Priyanka Bose
Published 6 Jun, 2023

Hindustan Times
Bangla

ডিপ নেক আনাকলি স্যুটে নুসরত, গরমের ফ্যাশনেও তাক লাগাচ্ছেন নায়িকা

গরমে ফ্য়াশন নিয়ে চিন্তা? থাকতে চান কুল! বলি তারকাদের সামার লুক খেয়াল করলেই এই সকল মুশকিল সহজ হবে বৈকি।

বলিউডের গ্ল্যামারাস ডিভা নুসরত ভারুচা।  তাঁর ফ্য়াশন সেন্স নিয়েও চর্চা চলে নেটদুনিয়ায়। গ্রীষ্ম মানেই কিন্তু ফ্যাশনকে ‘গুডবাই’ করা নয়।

বেছে নিতে হবে এমন ফ্যাশন যা এই গরমেও আপনাকে রাখবে কুল আর কমফর্টেবল। এমনই গরমের ফ্য়াশন টিপস দিচ্ছেন অভিনেত্রী নুসরত ভারুচা

গরমে এথেনিক ট্রাই করতে চাইলে নুসর ভারুচার মতো এমন ডিপ নেক পোশাক আনারকলি স্যুট ট্রাই করতে পারেন।

সাদার মধ্যে সুতোর কাজ করে এই আনারকলি স্যুটে অপরূপা নুসরত

পোশাকের সঙ্গে কানে ঝোলা দুল পরেছেন অভিনেত্রী

মুখে মেকআপ করেনননি বললেই চলে, ঠোঁটে মভ রঙের লিপস্টিক পরেছেন।

কটন বা লিনেনের কাপড় এই সিজনের টপ ট্রেন্ড। পিওর কটন শুধু যে আরামদায়ক তাই নয়, এগুলি দেখতে যেমন ফ্যাশনেবল, মেইনটেইন করাও তেমনি সহজ।