Hindustan Times
Bangla

মিনি ড্রেসে আবেদনময়ী লুকে শর্বরী, নায়িকা যেন 'বার্বি ডল'

রাস্পবেরি গোলাপি মিনি পোশাকে নতুন ফটোশ্যুটের ছবি শেয়ার করেছেন অভিনেত্রী শর্বরী ওয়াঘ

এক ডিজিট্যাল অ্যাওয়ার্ড শোয়ে এই পোশাকে ধরা দেন অভিনেত্রী

পোশাকের সঙ্গে গলায় সরু চেন ঝুলিয়েছেন, মানানসই মেকআপে গ্ল্যাম ডল লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী

ছবিগুলি শেয়ার করে অভিনেত্রী লেখেন, 'সামান্য গোলাপির সঙ্গে ভুল হতেই পারেন না…আমার অনেক কাজে আসে'!

ছবিতে শর্বরীর উষ্ণতা মাখা পোজে মজেছেন নেটিজেনরা

'বান্টি অউর বাবলি ২' ছবির হাত ধরে বলিউডে ডেবিউ করেন অভিনেত্রী

এছাড়াও যশ রাজ ফিল্মসের একাধিক প্রজেক্ট শর্বরীর হাতে রয়েছে যেগুলি মুক্তির অপেক্ষায়।

ফটোশ্যুটে অভিনেত্রীকে দেখে প্রশংসার বন্যা কমেন্ট বক্সে, কেউ কেউ তাঁকে বার্বি ডল বলেছেন