Hindustan Times
Bangla

৭জন বলিউড অভিনেত্রী, যারা ৩ খানের বিপরীতে অভিনয় করে বলিউডে তাঁদের ভিত শক্ত করেছেন। শাহরুখ খান, সলমান খান ও আমির খান এই ৩জন বলিউডের সুপারস্টার। এই তিন খানের বিপরীতেই’ অভিনয় করেছেন যে অভিনেত্রীরা। 

প্রীতি জিন্টা: ‘বীর-জারা’ ছবিতে শাহরুখ খানের বিপরিতে অভিনয় করেছেন প্রীতি, এছাড়াও ‘দিল নে জিসে আপনা কহা ’ ছবিতে সলমান ও ‘দিল চাহতা হে’ ছবিতে আমির খানের বিপরীতে অভিনয় করেছেন তিনি

মাধুরী দীক্ষিত: ‘হাম আপকে হ্যায় কৌন’ ছবিতে সলমান খানের বিপরীতে, ‘দিল তো পাগল হ্যায়’ ছবিতে শাহরুখ খানের বিপরীতে ও ‘দিল’ ছবিতে আমির খানের বিপরীতে অভিনয় করেন মাধুরী দীক্ষিত

মনীষা কৈরালা: ‘মন’ ছবিতে আমির খান, ‘দিল সে’ তে শাহরুখ খান ও ‘দ্য মিউজিকল’ ছবিতে সলমান খানের সঙ্গে জুটি বাঁধেন মনীষা কৈরালা।

টুইংকেল খান্না : ‘বাদশা” ছবিতে শাহরুখ খান, ‘মেলা’-তে আমির খান ও ‘জব প্যায়ার কিসিসে হোতা হ্যায়’ ছবিতে সলমান খানের সঙ্গে জুটি বাঁধেন টুইংকেল খান্না

কাজল: বলিউডের অন্যতম বিখ্যাত অভিনেত্রী কাজল আমির খানের বিপরীতে ‘ফানা’, সলমান খানের বিপরীতে ‘প্যায়ার কিয়া তো ডরনা ক্যায়া’ এবং শাহরুখ খানের বিপরীতে বহু ছবিতে অভিনয় করেছেন। যার মধ্যে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জয়েঙ্গে’ বিখ্যাত

অনুষ্কা শর্মা: অনুষ্কা ‘জিরো’ ছবিতে শাহরুখ খান, ‘পিকে’ তে আমির খান ও ‘সুলতান’ ছবিতে আমির খানের বিপরীতে অভিনয় করেন

ক্যাটরিনা: ‘ধুম৩’ তে আমির খান, ‘জব তক হ্যায় জান’ এ শাহরুখ খান ও টাইগার সিরিজে সলমান খানের বিরুদ্ধে অভিনয় করেন ক্যাটরিনা কাইফ