Hindustan Times
Bangla

মঙ্গলসূত্রের ডিজাইনে শুধু নয়, দামেও চমক! বলি নায়িকাদের কালেকশন দেখুন

বিয়ের পরদিনই মঙ্গলসূত্র ফ্লন্ট করতে দেখা গিয়েছে অভিনেত্রী পরিণীতি চোপড়াকে।

বিয়ের দিন অনুষ্কা শর্মা গলায় যে মঙ্গলসূত্র পরিয়েছিলেন বিরাট কোহলি তার দাম নাকি ছিল ৫২ লক্ষ টাকা। 

রাজকুমার রাও পত্রলেখাকে বিয়েতে সব্যসাচী বেঙ্গল টাইগার মঙ্গলসূত্র পরিয়েছে। একক স্ট্র্যান্ড গহনাটি 18k সোনা দিয়ে তৈরি এবং এতে সব্যসাচীর লোগো, অনিক্স, মুক্তা এবং একটি কালো এবং সোনালি পুতির চেন রয়েছে।

প্রিয়াঙ্কা চোপড়ার মঙ্গলসূত্রটিও একটি মসৃণ স্ট্র্যান্ডের টুকরা আনকাট ডায়মন্ড দিয়ে তৈরি।

দীপিকা পাড়ুকোন মঙ্গলসূত্রের হালকার উপর ডিজাইন করা

সোনম তাঁর মঙ্গলসূত্রে নিজের এবং আনন্দ আহুজার মিথুন এবং সিংহ রাশির চিহ্ন দিয়ে কাস্টমাইজ করেছিলেন।

ঐশ্বর্য রাই বচ্চনের ট্র্যাডিশনাল গয়নার মাঝে নজর কেড়েছিল অভিষেকের দেওয়া মঙ্গলসূত্রটি। দাম নাকি ছিল প্রায় ৪৫ লক্ষ টাকা।