মঙ্গলসূত্রের ডিজাইনে শুধু নয়, দামেও চমক! বলি নায়িকাদের কালেকশন দেখুন
বিয়ের পরদিনই মঙ্গলসূত্র ফ্লন্ট করতে দেখা গিয়েছে অভিনেত্রী পরিণীতি চোপড়াকে।
বিয়ের দিন অনুষ্কা শর্মা গলায় যে মঙ্গলসূত্র পরিয়েছিলেন বিরাট কোহলি তার দাম নাকি ছিল ৫২ লক্ষ টাকা।
রাজকুমার রাও পত্রলেখাকে বিয়েতে সব্যসাচী বেঙ্গল টাইগার মঙ্গলসূত্র পরিয়েছে। একক স্ট্র্যান্ড গহনাটি 18k সোনা দিয়ে তৈরি এবং এতে সব্যসাচীর লোগো, অনিক্স, মুক্তা এবং একটি কালো এবং সোনালি পুতির চেন রয়েছে।