টিভির সবচেয়ে জনপ্রিয় জুটি তেজস্বী প্রকাশ ও করণ কুন্দ্রার ১বিএইচকে ফ্ল্যাট রয়েছে পাম জুমেইরাহ-র বিচ রেসিডেন্সে। মূল্য ২ কোটি টাকা।
শিল্পা শেট্টি-কে স্বামী রাজ কুন্দ্রা বিবাহবার্ষিকীতে বুর্জ খলিফায় একটি অ্যাপার্টমেন্ট উপহার হিসেবে দিয়েছেন। পরে তিনি তা বিক্রি করে পাম জুমেইরাতে ভিলা কেনেন।
অনিল কাপুর দুবাইয়ের রিটজ বাই দানিয়ুবে একটি ২বিএইচকে-র ফ্ল্যাট কিনেছেন।
দুবাইয়ে বিলাসবহুল সম্পত্তির মালিক সঞ্জয় দত্ত-ও।
রিপোর্ট অনুসারে রাখি সাওয়ান্ত দুবাইতে দুটি সম্পত্তির মালিক।
ভারতের টেনিস তারকা সানিয়াও দুবাইতে নিজের জন্য একটি ভিলা কিনেছেন।