By Tulika Samadder
Published May 3, 2023

Hindustan Times
Bangla

শাহরুখ ছাড়াও বলিউডের যে তারকারা দুবাইতে বাড়ি কিনেছেন

দুবাইয়ের পাম জুমেইরাহতে বাংলো আছে শাহরুখের। যার মূল্য ১৮ কোটি টাকা। 

রিপোর্ট অনুসারে, সলমনের খানের দুবাইয়ের ডাউনটাউনে রয়েছে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট।

সোহেল খানের বাড়ি দুবাইয়ের বিজনেস বে-তে অবস্থিত। তিনি একাধিক অ্য়াপার্টমেন্টের মালিক।

দুবাইয়ের জুমেইরা গল্ফ এস্টেটের স্যানটুয়ারি ফলসে বিলাসবহুল সম্পত্তি অভিষেক-ঐশ্বর্যর। 

টিভির সবচেয়ে জনপ্রিয় জুটি তেজস্বী প্রকাশ ও করণ কুন্দ্রার ১বিএইচকে ফ্ল্যাট রয়েছে পাম জুমেইরাহ-র বিচ রেসিডেন্সে। মূল্য ২ কোটি টাকা।

শিল্পা শেট্টি-কে স্বামী রাজ কুন্দ্রা বিবাহবার্ষিকীতে বুর্জ খলিফায় একটি অ্যাপার্টমেন্ট উপহার হিসেবে দিয়েছেন। পরে তিনি তা বিক্রি করে পাম জুমেইরাতে ভিলা কেনেন।

অনিল কাপুর দুবাইয়ের রিটজ বাই দানিয়ুবে একটি ২বিএইচকে-র ফ্ল্যাট কিনেছেন। 

দুবাইয়ে বিলাসবহুল সম্পত্তির মালিক সঞ্জয় দত্ত-ও। 

রিপোর্ট অনুসারে রাখি সাওয়ান্ত দুবাইতে দুটি সম্পত্তির মালিক।

ভারতের টেনিস তারকা সানিয়াও দুবাইতে নিজের জন্য একটি ভিলা কিনেছেন।