By Priyanka Bose
Published 1 Oct, 2023

Hindustan Times
Bangla

বলিউডের ভোজ-নামচা! পত্রিকার পার্টিতে সাজগোজেই চমকে দিলেন তারকারা

শনিবার মুম্বইয়ে একটি ম্যাগাজিনের বার্ষিকী ব্রাঞ্চে বলিউডের অনেক তারকারা হাজির হয়েছিলেন

ইভেন্টে লম্বা সাদা বোতামযুক্ত পোশাকে করিশ্মা তান্নাকে দুর্দান্ত দেখাচ্ছে।

শনিবার ব্রাঞ্চে বিরল উপস্থিতি অভয় দেওলের

শিল্পা শেট্টি একটি স্ট্র্যাপলেস মেরুন পোশাকে ব্রাঞ্চে অংশ নিয়েছিলেন।

ফাতিমা সানা শেখও এ দিন হাজির হয়েছিলেন।

প্রাক্তন অভিনেত্রী গৌতমী কাপুর এদিন কালারফুল পোশাক পরে অনুষ্ঠানে যোগ দেন

এই ব্রাঞ্চে যোগ দেন দিনো মোরিয়া

অনুষ্ঠানে সানিয়া মালহোত্রাকে সাদা সিল্কের পোশাকে বেশ সুন্দর লাগছিল। যোগ দিয়েছিলেন রাশিকা দুগ্গালও।