Hindustan Times
Bangla

চলতি বছরে একাধিক বলিউড জুটির বিচ্ছেদ ঘটেছে। কারও ঘর ভেঙেছে তো কারও প্রেম। তালিকায় আছেন কারা?

বয়সের ফারাককে কাঁচকলা দেখিয়ে দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর ২০২৪ এ সম্পর্কে ইতি টানলেন মালাইকা এবং অর্জুন। 

২৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন এ আর রহমান এবং সায়রা বানুও। 

হার্দিক পান্ডিয়া এবং নাতাশা স্ট্যানকোভিচ ২০২৪ সালেই বিচ্ছেদের খবর ঘোষণা করেছেন। 

বলিউডে কান পাতলেই শোনা যেত অনন্যা পান্ডে আর আদিত্য রায় কাপুরের প্রেমের গুঞ্জন। কিন্তু প্রেমেও এই বছরই ভাঙন ধরেছে বলে জানা গিয়েছে। 

২০১৬ সাল থেকে মল্লিকা শেরাওয়াত চুটিয়ে প্রেম করেছেন বিদেশী প্রেমিক সিরিলের সঙ্গে। কিন্তু তাঁদের সেই সম্পর্কও টিকল না। 

বছরের গোড়ার দিকে বিবাহিত জীবনে ইতি টানেন এষা দেওল এবং  ভরত তখতানি।

বিগত ২ বছর ধরে চলছিল ধনুষ এবং  ঐশ্বর্য বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়া। এই বছর সেটা সম্পন্ন হল। 

ঊর্মিলা মাতন্ডকর তাঁর প্রাক্তন স্বামী মহসিন আখতার মীরের বিরুদ্ধে ডিভোর্স ফাইল করেছেন। তাঁরা ৮ বছরের দাম্পত্য জীবন কাটিয়েছেন।