By Priyanka Bose
Published 14 Sep, 2023

Hindustan Times
Bangla

বলিউড পরিচালকদের সুন্দরী স্ত্রীদের চেনেন, দেখে নিন ছবি

রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, বলিউড পরিচালকদের সুন্দরী স্ত্রীদের চিনে নিন-

বলিউড পরিচালক অভিষেক কাপুরের স্ত্রী প্রজ্ঞা কাপুর। প্রজ্ঞা একজন সুইডিশ মডেল, অভিনেত্রী এবং প্রযোজক।

কাই পো চে, রক অনের মতো একাধিক ছবি পরিচালনা করেছেন অভিষেক কাপুর।

ডন, দিল চাহতা হ্যায়-এর মতো অনেক হিট ছবি পরিচালনা করেছেন ফারহান আখতার। তাঁর স্ত্রীর নাম শিবানী দান্ডেকর।

শিবানী দান্ডেকর পেশায় একজন মডেল এবং অভিনেত্রী। ফারহান আখতারের দ্বিতীয় স্ত্রী। ২০২২ সালে বিয়ে করেন তাঁরা।

দৃশ্যম, পেয়ার কা পাঞ্চনামার মতো ছবি পরিচালনা করেছেন অভিষেক পাঠক। তাঁর স্ত্রী একজন সুন্দরী অভিনেত্রী শিবালিকা ওবেরয়।

শিবালিকা ওবেরয় পেশায় একজন মডেল এবং অভিনেত্রী। চলতি বছরই বিয়ে করেছেন তাঁরা।