Hindustan Times
Bangla

অনেকেই মনে করেন বি-টাউনের অভিনেত্রীরা বোধ হয় সব সময়ই একে অপরকে টক্কর দিতে ব্যস্ত থাকেন। কিন্তু আপনি জানলে অবাক হবেন যে এঁদের মধ্যে অনেকেই আছেন যাঁরা এঁকে অপরের বোন। টক্কর তো দূরে থাক তাঁদের মধ্যেকার সুন্দর সম্পর্ক মনে ছুঁয়ে যাবে আপনার।  

করিনা কাপুর ও কারিশ্মা কাপুর, এই বোনের জুটিকে কে না চেনে। বেবো আর লোলো একে অপরের খুব প্রিয়।  

শিল্পা শেঠি ও শমিতা শেঠি এই দুই বোনও বলিউডে বেশ বিখ্যাত। তবে শিল্পার তুলায় শমিতার হিটের সংখ্যা খুবই কম। কিন্তু তার আঁচ মোটেও পড়েনি তাঁদের সম্পর্কে।

বলি-পাড়ার আর এক বোনের জুটি হল শ্রীদেবী ও বনি কাপুরের দুই কন্যা জাহ্নবী কাপুর ও খুশি কাপুর। জাহ্নবী ইতিমধ্যেই অনেক কাজ করে ফেললেও খুশি চলতি বছরে প্রথমবার বড় পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন।

প্রিয়াঙ্কা চোপড়া ও পরিণীতি চোপড়া দু'জনেই বি-টাউনের পরিচিত মুখ। পরিণীতি প্রিয়াঙ্কার নিজের বোন নয়, তুতো বোন তবে তাঁদের মধ্যেও যথেষ্ঠ সখ্যতা রয়েছে।

 চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পান্ডেকে তো সবাই চেনেন। করণ জোহরের হাত ধরে বি-টাউনে পা রাখেন নায়িকা। তবে তাঁর বোন রাইসাকে ক্যামেরার সামনে দেখা না গেলেও সে কিন্তু বিনোদন জগতের সঙ্গে। কিছুদিন আগেই প্রকাশ্যে আসে তাঁর সিভি। সেখানে দেখা যায় ইতিমধ্যেই তিনি শাহরুখ খান, জোয়া আখতার এবং ফারহান আখতারের প্রোডাকশন হাউসে ইন্টার্ন হিসেবে কাজ করেছেন।  

 তাছাড়াও বলিপাড়ার অন্যতম পরিচিত মুখ আলিয়া ভাট। তাঁর বোন শাহীন ভাটের সঙ্গে তাঁর সখ্যতার কথা সকলেই জানেন।   

তাছাড়াও আলিয়ার বাবা মহেশ ভাটের প্রথম পক্ষের সন্তান পূজা ভাটও একজন নামজাদা অভিনেত্রী।  

তাছাড়াও আর এক বোনের জুটি কাজল এবং রানি মুখোপাধ্যায়ও বেশ জনপ্রিয়।