By Priyanka Bose
Published 7 Nov, 2023

Hindustan Times
Bangla

পেঁয়াজের গুণেই বাড়বে স্তনের আকার, জানুন এই বিশেষ উপায়

স্তনের যত্ন ও আকার নিয়ে মাঝে মধ্যেই সমস্যায় ভুগতে হয় মহিলাদের। কিন্তু হাতের কাছেই আছে সহজ উপায়।

পেঁয়াজের রসেই ফিরতে পারে স্তনের সৌন্দর্য। জানেন কীভাবে?

প্রথমেই একটা বড় পেঁয়াজ নিন। এবং সেটিকে খোসা ছাড়িয়ে কেটে নিন। এরপর মিক্সিতে পেস্ট করে নিন

এবার পেঁয়াজের পেস্ট থেকে রস বার করে একটি পাত্রে রাখুন। এবার এই রসে মধু এবং হলুদ মিশিয়ে নিন।

প্রতিদিন রাতে এই মিশ্রণটি দিয়ে স্তনে মেসেজ করুন। সারারাত রেখে দিন।

সকালে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। অন্তত দু'মাস এটি করুন। স্তনের আকারের পরিবর্তন দেখতে পাবেন।