Hindustan Times
Bangla

ফিরিয়ে আনুন মাটির কলসি, বাতিল করুন প্লাস্টিকের বোতল! কী কী লাভ পাবেন এতে

মাটির পাত্রে জল রাখার অনেক গুণ। জানলে এখনই ব্যবহার করবেন। 

ঠান্ডা জল খেতে অনেকেই ভালোবাসেন। তার জন্য ফ্রিজে জল রেখে দিন। ব্যবহার করেন প্লাস্টিক বা কাচের বোতল।

কিন্তু এই জাতীয় বোতলের চেয়ে পোড়া মাটির পাত্রে জল রাখার অনেক সুবিধা। জেনে নিন, সেগুলি কী কী। 

অনেক যুগ আগে অনেকের বাড়িতে শুধুই মাটির পাত্রে বা কলসিতে জল রাখা হত। তার কারণও আছে। 

মাটির পাত্রে রাখা জল খেলে তা শরীরের বিপাক হার ঠিক রাখে। এতে মেদ জমে কম।

শরীরে আর্দ্রতা বেশি ধরে রাখে এই জল। অনেকের মত, এতে কিছুটা ইলেকট্রোলাইটও থাকে। 

মাটির পাত্রে রাখা জল খেলে সান স্ট্রোকের আশঙ্কাও কমে। 

এই জলে টক্সিন বা দূষিত বস্তু মেশার কোনও আশঙ্কা থাকে না। প্লাস্টিক বা ঝাতব পাত্রে তা থাকে। 

গ্যাস্ট্রিকের সমস্যার সমাধান করতে পারে এই জল। অ্যাসিডিটির আশঙ্কাও কমিয়ে দেয় এটি।