By
Published Jan 22, 2023
Hindustan Times
Bangla
বাড়ি ফিরলেই রোজ স্বামী-স্ত্রীতে অশান্তি? মেটাবে কর্পুর, কায়দাটি জানা চাই
জোতিষবিদ্যার মতোই বাস্তুশাস্ত্রে বাড়ির ধনসম্পদ ও সুখ বৃদ্ধির জন্য পরামর্শ দেওয়া হয়।
কর্পুর ধরালে শুধু বাড়ির পরিবেশ সুন্দর হয় তা নয়, অপকারী শক্তিও দূরে থাকে।
তন্ত্রশাস্ত্রে কর্পুরের একাধিক ব্যবহার নিয়ে বলা আছে। যা পরিবারে সুখ সমৃদ্ধি এনে দেয়।
তন্ত্রমতে, গোলাপের মধ্যে কর্পুর রেখে ৪৩ দিন মা দুর্গার সামনে জ্বালিয়ে দিতে হবে। এতে ধনসম্পদের পরিমাণ বাড়বে।
কর্পুর ও মরিচ একটি রূপোর বাটিতে রোজ জ্বালিয়ে তবে শুতে যান। কথিত আছে, এতে সংসারে কখনও টাকার অভাব হয় না।
কর্পুর জ্বালিয়ে হনুমান চালিশা পাঠ করুন রাতে। যেকোনওরকম দুর্ঘটনা আপনার থেকে দূরে থাকবে।
রোজ সকাল ও সন্ধ্যেয় কর্পুর জ্বালিয়ে গৃহদেবতার কাছে রাখুন। এতে অক্ষয় পূণ্য অর্জন হয়।
সংসারে রোজ স্বামী স্ত্রীতে অশান্তি? কর্পুর বরের বালিশের নিচে রেখে দিন। রোজ সকালে কর্পুরটি জ্বালিয়ে ফেলুন। মিটবে সমস্যা।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন