Hindustan Times
Bangla

চুলের যত্নে ব্যবহার করুন কর্পূর তেল, এতে কী বিশেষ গুণ রয়েছে জানেন

শুষ্ক এবং নিষ্প্রাণ চুল নিয়ে সমস্যায় ভুগছেন? তবে চুলের জন্য কর্পূর তেল ব্যবহার করুন। 

কর্পূর চুলের কী কী ধরনের সমস্যা সমাধান করতে পারে চলুন দেখে নেওয়া যাক। চুলের কর্পূর তেল ব্যবহারের পদ্ধতি ও উপকারিতা-

বিভিন্ন রোগ নিরাময়ের ক্ষেত্রেও প্রাচীন আয়ুর্বেদিক চিকিত্সায় যুগ যুগ ধরে কর্পূর ব্যবহার করা হয়। অতিরিক্ত চুল ঝরা রোধ করতে আর খুশকির সমস্যা দূর করতে কর্পূর একেবারে অব্যর্থ একটি উপাদান।

নিয়মিত মাথায় মাখার তেলের সঙ্গে কর্পূরের গুঁড়ো মিশিয়ে চুলে ব্যবহার করতে পারলে চুল ঝরার পরিমাণ অনেকটাই কমে যাবে। 

চুলে শ্যাম্পু করার আগে এই তেলের মিশ্রণ মাথার তালুতে আর চুলের গোড়ায় মাখতে পারলে খুশকির সমস্যাও দ্রুত কমবে।

কর্পূরের তেল আপনার চুলকে শক্ত করতে সাহায্য করে। এছাড়াও এর মাধ্যমে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। 

মাথার ত্বকে নিয়মিত অল্প অল্প করে তেল লাগাতে থাকলে তা কোন ছত্রাক বা ব্যাকটেরিয়ার সংক্রমণ একেবারে গোড়া থেকে কমিয়ে ফেলতে সাহায্য করে।

কর্পূরের তেল তৈরি করার জন্য বেশি কিছু উপাদানের প্রয়োজন হয় না। শুধুমাত্র প্রয়োজন হয় নারকেল তেল অথবা আপনার স্যুট করে এমন কোন তেল। সেই তেলের মধ্যে কিছুটা কর্পূর তেল মিশিয়ে গরম করে নিতে হবে। 

 আর তারপর সেটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। ঠান্ডা হয়ে যাওয়া তেলটিকে সপ্তাহে তিন থেকে চার দিন ব্যবহার করলেই চুল এবং স্ক্যাল্প সংক্রান্ত বিভিন্ন সমস্যা থেকে রেহাই মিলবে।