Hindustan Times
Bangla

মেলবোর্ন টেস্টের পঞ্চম দিনে নামার আগে সকলের মনে WTC ফাইনাল নিয়ে প্রশ্ন উঠেছে।

সকলের একটাই প্রশ্ন, ভারত কি WTC ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করতে পারবে?

ভক্তেরা মনে করছেন যদি মেলবোর্নে ভারতীয় দল ড্র করে তাহলে কি ফাইনালে খেলতে পারবে?

বিশেষজ্ঞরা মনে করেন ভারতীয় দল MCG টেস্ট ড্র করলে তাদের SCG টেস্ট জিততেই হবে।

সিডনিতে জেতার পরেও অস্ট্রেলিয়ার বাকি দুটো টেস্টের দিকে তাকিয়ে থাকতে হবে।

এরপরে অস্ট্রেলিয়াকে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুটি টেস্ট খেলতে হবে ও দুটিতেই হারতে হবে।

যদি বর্ডার গাভাসকর ট্রফি ১-১ ড্র হয়, তাহলে অস্ট্রেলিয়াকে পরের সিরিজে শ্রীলঙ্কার কাছে ১-০ হারতে হবে।

যদি কোনও ভাবে শ্রীলঙ্কার বিরুদ্ধে অস্ট্রেলিয়া সিরিজ জেতে তাহলে ভারতের ফাইনাল খেলার সম্ভাবনা কমবে।

বিশেষজ্ঞরা মনে করেন অস্ট্রেলিয়াকে এই মুহূর্তে শ্রীলঙ্কার সিরিজে হারান কঠিন হবে।

যদি এই অঙ্ক মেলে তারপর লর্ডসে ভারত WTC 2023-25 ফাইনাল খেলতে পারবে।