By Subhasmita Kanji
Published 9 Jan, 2024
Hindustan Times
Bangla
ছবিতে থাকা এই ছোট্ট ছেলেটির আজ জন্মদিন। চিনতে পারছেন?
এই ছেলেটির বাবাও একজন বলিউডের একজন লেখক তথা গীতিকার। বোনও পরিচালক। এবার পারলেন চিনতে? হ্যাঁ, ইনি হলেন ফারহান আখতার।
৫০ বছরে পা দিলেন এদিন ফারহান।
তিনি জিন্দেগি না মিলেগি দোবারা, রক অন, ভাগ মিলখা ভাগ, দিল ধড়ক নে দো, ইত্যাদির মতো ছবি উপহার দিয়েছেন।
ফারহানকে মাঝে মধ্যেই তাঁর ছোটবেলার ছবি ভাগ করতে দেখা যায়। কখনও তিনি তাঁর মা, বোনের সঙ্গে ছবি পোস্ট করেন তো কখনও ভাই বোনদের সঙ্গে।
ছোট্ট ফারহান বোন জোয়া আখতার এবং অন্যান্য তুতো ভাই বোনদের সঙ্গে।
আগামীতে তাঁর পরিচালনায় আসতে চলেছে ডন ৩। সেখানে দেখা যাবে রণবীর সিংকে।
আরও ওয়েব স্টোরিজের জন্য
আরও পড়ুন।