By Priyanka Bose
Published May 18, 2023

Hindustan Times
Bangla

কানে একের পর এক চমক, উদ্বোধনী রাতের পার্টিতে কালো পোশাকে উষ্ণতা ছড়ালেন সারা

কানের রেড কার্পেটের দিকে নজর থাকে গোটা বিশ্বের।

৭৬তম কান চলচ্চিত্র উৎসবে ডেবিউ করেছেন অভিনেত্রী সারা আলি খান

উৎসবের প্রথম দিনে মুম্বইয়ের নামী ফ্যাশান ডিজাইনার আবু জানি সন্দীপ খোসলার ডিজাইন করে বেইজ রঙের লেহেঙ্গায় দেখা যায় সারাকে

এরপরই উৎসবের ওপেনিং নাইট পার্টিতে কালো আউটফিটে লাস্যময়ী অবতারে ধরা দেন সারা আলি

অফ-শোল্ডার কালো গর্জাস ড্রেসের সঙ্গে মানানসই মেকআপ করেছিলেন তিনি। হাতে ছিল মানানসই স্লিং ব্যাগ।

কান চলচ্চিত্র উৎসবে ইন্ডিয়া প্যাভিলিয়নের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। এই অনুষ্ঠানেও যোগ দিয়েছেন বলি ডিভা।

রাতের লুকের ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন, 'ফ্রান্স আমার কাছে সব সময়ের জন্য রোম্যান্সের নায়িকা'।

কান চলচ্চিত্র উৎসবে প্রথম দিনে ফ্যাশান ডিজাইনার আবু জানি সন্দীপ খোসলার ডিজাইন করে বেইজ রঙের লেহেঙ্গায় দেখা যায় সারাকে।

উৎসবের দ্বিতীয় দিনে এই জেব্রা প্রিন্ট ব্লাউজ এবং আইভরি সাদা স্কার্টে ধরা দেন বলি ডিভা