Hindustan Times
Bangla

বিশ্বাস করতে পারবেন না! ৭টি এমন প্রাণী আছে যাদের একটাও দাঁত নেই!

মানুষের মুখে ৩২টি দাঁত থাকে। দাঁত ছাড়া আমরা ঠিকমতো খেতেও পারি না।

মানুষের মতো অনেক প্রাণীরই দাঁত আছে। কিন্তু কিছু প্রাণী আছে যাদের একটাও দাঁত নেই।

আজ জেনে নিন এমন কিছু অদ্ভুত প্রাণীর কথা।

প্ল্যাটিপাস একটি স্তন্যপায়ী প্রাণী, যার কিছু পাখির বৈশিষ্ট্য আছে। এর দাঁত নেই। এর খাওয়ার পদ্ধতিও অন্যরকম।

প্ল্যাটিপাস

বিশাল দেহের নীল তিমিদেরও দাঁত নেই।

নীল তিমি

কচ্ছপেরও দাঁত নেই, এটা বিশ্বাস করতেই পারবেন না!

কচ্ছপ

পোকামাকড়েরও দাঁত নেই, এরা তাদের ধারালো মুখ দিয়ে খাবার চিবিয়ে খায়।

পোকামাকড়

অ্যান্টিটারেরও দাঁত নেই। এরা তাদের চিটচিটে জিভ ব্যবহার করে পোকামাকড় খায়।

অ্যান্টিটার

অক্টোপাসেরও দাঁত নেই। এরা তাদের চঞ্চু ব্যবহার করে খাবার চিবিয়ে খায়।

অক্টোপাস

ব্যাঙেরও দাঁত নেই, তবে তাদের ঠোঁটে দাঁতের মতো কিছু জিনিস আছে।

ব্যাঙ