By Suman Roy
Published Jan 29, 2023

Hindustan Times
Bangla

টাকার অভাব কাটছেই না? একটু বিট নুনই পারে সমস্যা মেটাতে

বাস্তুদোষের কারণে অনেক সময়েই অভাব কাটে না। একটু বিট নুন এই সমস্যা মিটিয়ে দিতে পারে।

নুন শরীরের জন্য মোটেই ভালো নয়। বিশেষ করে করে যাঁদের রক্তচাপের সমস্যা আছে, তাঁদের জন্য তো বটেই। 

কিন্তু এই নুনই কাটিয়ে দিতে পারে নানা রকম বাস্তু দোষ।

বাস্তু দোষের কারণে অনেকেরই জীবন থেকে অভাব কাটতে চায় না। তাঁদের জন্য দারুণ কাজে লাগতে পারে বিট নুন। 

কী করবেন এই নুন দিয়ে? জেনে নিন। 

প্রথমেই নুন একটু কাপড়ের মধ্যে বেঁধে পুটলি বানিয়ে নিন। সেটি ঝুলিয়ে রাখুন দরজার মাথায়। তাহলে বাড়ি থেকে নেগেটিভ শক্তি দূরে থাকবে। 

জানলার মাথাতেও এই নুন থলি ঝুলিয়ে রাখতে পারেন। তাতেও লাভ হতে পারে। 

বাড়িতে অভাবের কারণে অশান্তি লেগে থাকলে, রোজ ঘর মোছার সময়ে জলে কিছুটা বিট নুন মিশিয়ে নিন। তাতেও উপকার পাবেন। 

রোজ স্নানের জল সামান্য বিট নুন মিশিয়ে নিতে পারেন। এটিও আপনার জীবন থেকে নানা ধরনের অশান্তি দূর করবে। 

এছাড়া বাথরুমে কিছুটা বিট নুন রেখে দিতে পারেন। তাতেও নেগেটিভ এনার্জি আপনার থেকে দূরে থাকবে।

আরও ওয়েব স্টোরিজের জন্য