By Priyanka Mukherjee
Published 31 May, 2023

Hindustan Times
Bangla

'তোমাকে না পেলে মরেই যাব', বিয়ের প্রস্তাব পেয়ে কী বললেন শ্রীলেখা? 

সোশ্যাল মিডিয়ায় সবসময়ই ঠোঁটকাটা শ্রীলেখা, এবার 'পাত্র সুবিধার কিনা' জানতে চাইলেন ডিভোর্সি নায়িকা

 সরাসরি বিয়ের প্রস্তাব পেলেন পঞ্চাশোর্ধ শ্রীলেখা, এক ভক্ত লেখেন- 'তোমাকে বিয়ে করতে চাই, তোমাকে ছাড়া আমি বাঁচব না'

সেই মন্তব্যের স্ক্রিনশট পোস্ট করে শ্রীলেখা ফেসবুক বন্ধুদের উদ্দেশে প্রশ্ন করেন, 'তোমরা খোঁজ নাও পাত্র সুবিধার কিনা'

 ১৯ বছর আগে বিয়ের পর্ব সেরেছিলেন শ্রীলেখা ও শিলাদিত্য, ২০১৩ সালে তাঁদের ডিভোর্স হয়, অভিনেত্রীর একমাত্র কন্যা সন্তান ঐশী

ডিভোর্সের পর একাই জীবন কাটাচ্ছেন শ্রীলেখা, প্রাক্তন স্বামীর সঙ্গে বন্ধুত্ব আজও অটুট