By Priyanka Bose
Published 14 Sep, 2023

Hindustan Times
Bangla

MTV VMA-তে গ্ল্যামারের ছড়াছড়ি, চুলের ক্লিপ দিয়ে তৈরি পোশাকে কার্ডি বি

কার্ডি বি এমটিভি ভিডিয়ো মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৩-এ হেয়ার ক্লিপ দিয়ে তৈরি পোশাক পরে রেড কার্পেটে হেঁটেছেন।

শত শত রুপোলি চুলের ক্লিপ ব্যবহার করে তৈরি করা হয়েছে কার্ডি বি-র পরনে এই পোশাক

সিকুইন বা বিগল পুঁতির পরিবর্তে, কার্ডি বি আসল চুলের ক্লিপ দিয়ে তৈরি এই মাথা ঘোরানো পোশাক পরিধান করেছে।

কার্ডি বি তাঁর স্বামী অফসেটের সঙ্গে লাল গালিচায় শাটারবাগের জন্য পোজ দিয়েছেন

কার্ডি বি এবং অফসেট একসঙ্গে পোজ দেওয়ার সময় চুম্বনও করেছেন একে অপরকে

এমটিভি ভিএমএ-তে বেশ কিছু সেলিব্রিটি আকর্ষণীয় পোশাকে লাল গালিচায় গ্ল্যামার ছড়িয়েছেন