রঙিন বিনোদন জগত তাঁদের রুটিরুজি। কিন্তু গতিশীল এই সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে পছন্দ করেন অনেক বলি সেলেব একনজরে দেখে নেওয়া যাক তাঁদের
রণবীর কাপুর: রণবীর কাপুরের নিজস্ব কোনও অফিশিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই। তবে তাঁর স্ত্রী আলিয়া ভাটের মতে তিনি গোপন অ্যাকাউন্ট থেকে চারিদিকের খবর সম্পর্কে আপডেটেড থাকেন
সইফ আলি খান: মা শর্মিলা ঠাকুর কিংবা স্ত্রী করিনা কাপুরের সঙ্গে তাঁকে দেখা গেলেও তিনি নিজে সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খোলেননি
রানী মুখার্জি: রানী মুখার্জিকে সোশ্যাল মিডিয়ায় দেখা যায় না।তাঁর স্বামী আদিত্য চোপড়ার মতে তিনি এইসব থেকে নিজেকে দূরে রাখতেই পছন্দ করেন
জয়া বচ্চন: অমিতাভ বচ্চন নিজের প্রতিদিনের জীবনের সবকিছু ভক্তদের সঙ্গে শেয়ার করতে পছন্দ করলেও স্ত্রী এসব থেকে দূরে থাকতেই ভালোবাসেন
রেখা: চিরকালের ফ্যাশন আইকন হলেও সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট নেই রেখারও
অক্ষয় খান্না: নিজের জীবন কে কৌতুহলি করে রাখতে পছন্দ করেন বলেই সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খোলেননি অক্ষয় খান্না