Hindustan Times
Bangla

ভারতের কোন শহরকে সিমেন্ট সিটি বলা হয়?

ভারতের ওই শহরকে কেনই বা সিমেন্ট সিটি বলা হয়?

দেশে অনেক শহর আছে যাদের নিজস্ব ডাকনাম রয়েছে। সেসব শহর তাদের বৈশিষ্ট্যের কারণে পরিচিত।

কিন্তু ভারতের কোন শহরকে সিমেন্টের শহর বলা হয় জানেন কি?

আপনি যদি না জানেন তাহলে আমরা আপনাকে সাহায্য করব।

মধ্যপ্রদেশের সাতনাকে বলা হয় সিমেন্টের শহর। এখন প্রশ্ন হল কেন এই শহরের এমন নাম হল?

সাতনায় প্রচুর চুন উৎপন্ন হয়। এমন পরিস্থিতিতে এখানে রয়েছে ১০টি বড় সিমেন্ট কোম্পানি।

সাতনায় বিড়লার একটি সিমেন্ট কারখানাও রয়েছে। এছাড়া আরও অনেক কারখানা রয়েছে।