By Tulika Samadder
Published May 23, 2023

Hindustan Times
Bangla

মঙ্গলবারে জন্ম? দেখুন চরিত্র ও ভাগ্য কেমন 

জন্মবার থেকে একটি মানুষ সম্পর্কে অনেক ধারণা পাওয়া যায়। 

মঙ্গলবারে জন্ম হলে আপনার মধ্যে থাকবে তেজ আর গাম্ভীর্য। অদম্য সাহস আর শক্তিতে পরিপূর্ণ থাকবে জীবন। 

মঙ্গলবারে যাদের জন্ম তাঁরা চিকিৎসা বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং এবং যান্ত্রিক বিদ্যায় পারদর্শী হয়ে থাকে। 

মঙ্গলবারে যাদের জন্ম তাঁরা প্রেম, রোম্যান্স ও ভালোবাসায় প্রাধান্য দিয়ে থাকে। 

তবে মানুষকে চোখ বন্ধ করে বিশ্বাস করার কারণে আঘাতও পায় বেশি। মন ভাঙার কারণে অবসাদগ্রস্থ হয়ে পড়ে। 

নিজের উপর বিশ্বাস ও সৎ থাকলে জীবনে ঘুরে দাঁড়াতে কোনও সমস্যা হবে না। 

জীবনে উন্নতি করতে চাইলে রাগ দমন করাও বাঞ্ছনীয়। 

মঙ্গলবারে জন্ম হওয়া মানুষরা হাস্যরসে পরিপূর্ণ থাকেন। পার্টি-র মধ্যমণি থাকেন এরা।