বিবাহে বিচ্ছেদ, দাম্পত্যে কলহ, স্বামী ও স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো না থাকা কোনও কারণ হতে পারে না গর্ভপাতের ক্ষেত্রে। এমনই পর্যবেক্ষণ উঠে এল ছত্তিশগড় হাইকোর্টের তরফে।
এক ২৯ বছর বয়সী মহিলাকে গর্ভপাতের অনুমতি নস্যাৎ করে ছত্তিশগড় হাইকোর্ট গর্ভপাত নিয়ে এই বড় রায় দেয়। কোর্ট সাফ জানিয়ে দেয় যে গর্ভপাত আইন বিরুদ্ধ।
বিচারপতি পি কোশি এই মামলায় বলেন,'আবেদনকারীর সঙ্গে তাঁর স্বামীর সম্পর্ক খারাপ হওয়া বা বিবাহ কোনও ক্ষেত্রে টলমল হয়ে গেলে.. ' সেগুলি গর্ভপাত সংক্রান্ত '১৯৭১ এর অ্যার্টের ৩ সেকশন অনুযায়ী অনুমোদন যোগ্য নয়।'
এই মামলায় কোর্ট তার পর্যবেক্ষণ বলছে, দেখা যাচ্ছে আবেদনকারী মহিলা তাঁর ইচ্ছার বিরুদ্ধে বা অপরাধমূলক পরিস্থিতির শিকার হয়ে অন্তঃসত্ত্বা হননি। মহিলা বিবাহিত।
যে মামলা কোর্টে এসেছিল তা ২০২২ সালের নভেম্বরের। সেখানে দাবি করা হয়, দাম্পত্য খারাপ দিকে যাওয়ায় স্ত্রী গর্ভপাত করাতে চান। কোর্ট সেই আবেদন খারিজ করে।
কোর্ট বলছে, পরিস্থিতি যতক্ষণ না 'গুরুতর' হচ্ছে ততক্ষণ গর্ভপাতের অনুমতি দেওয়া হয় না।