Hindustan Times
Bangla

ইন্টারনেট সবচেয়ে সস্তা এই ১০ দেশে! ভারতের স্থান কত নম্বরে

বিশ্বের সেই দেশগুলি কথা জানাবো যেখানে সবচেয়ে সস্তায় মোবাইল ডেটা পাওয়া যায়। ভারতের বাইরে অন্যান্য দেশে ইন্টারনেট ব্যবহার করতে কত খরচ হয় জানেন?  

প্রতি GB ডেটার ব্যবহারের খরচের তালিকায় শীর্ষস্থানে রয়েছে ইজরায়েল। মধ্য প্রাচ্যের এই দেশে ১ GB ডেটা ব্যবহার করতে মাত্র 0.0৪ মার্কিন ডলার (প্রায় ৩.২০ টাকা) খরচ হয়।

তালিকায় ইতালি রয়েছে দুই নম্বরে। সেখানে ব্যবহারকারীদের ১ GB মোবাইল ডেটার জন্য ০.১২ ডলার খরচ করতে হয়। ভারতীয় মুদ্রায় এর পরিমান হল ৯.৫৯ টাকা। 

সান মারিনো রয়েছে তিন নম্বরে। সেখানে ১GB ডেটার জন্য গ্রাহকদের খরচ করতে হয় ০.১৪ ডলার (প্রায় ১১.১৯ টাকা)।

ফিজিতে গ্রাহকদের ১GB ডেটার জন্য ০.১৫ ডলার (১১.৯৯ টাকা) খরচ করতে হয়। 

পঞ্চম স্থানে রয়েছে আমাদের দেশ ভারত। এখানে ব্যবহারকারীদের ১GB ইন্টারনেটের জন্য ০.১৭ ডলার খরচ হয়। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৩.৫৯ টাকা।

কিরগিজস্তানে ১৪-১৫ টাকায় (ভারতীয় মুদ্রার হিসেব) ১ জিবি মোবাইল ডেটা পাওয়া যায়।

ফ্রান্সে ১ জিবি মোবাইল ডেটার মূল্য ১৮.৯৫ টাকা (ভারতীয় মুদ্রায়)।

মোলডোভায় ১ জিবি মোবাইল ডেটার মূল্য ২১.৪২ টাকা (ভারতীয় মুদ্রায়)।

উরুগুয়েতে ১ জিবি মোবাইল ডেটার মূল্য ২২.২৪ টাকা (ভারতীয় মুদ্রায়)।

নেপাল ১ জিবি মোবাইল ডেটার মূল্য ২২.২৪ টাকা (ভারতীয় মুদ্রায়)।