Hindustan Times
Bangla

৪১ বছরে পা দিলেন কালকি কোয়েচলিন, জন্মদিনে দেখে নিন তাঁর সব ফ্যাশনেবল লুক

কালকি কোয়েচলিন মানেই ঐতিহ্যের সঙ্গে অধুনিকতার মেলবন্ধন। জীবনের পথে আরও একধাপ এগিয়ে গেলেন তিনি। তাঁর জন্মদিনে দেখে নিন তাঁর বেশ কয়েকটি ফ্যাশনেবল লুক।

Pinterest

জেড প্রিন্টেড শাড়ি: আনাভিলার জেড প্রিন্টেড শাড়িতে কালকি কোয়েচলিনকে দারুণ দেখাচ্ছে। মিন্ট গ্রিন রঙের এই প্রিন্টেড ও সূক্ষ্ম কাজ করা শাড়ি আধুনিকতার সঙ্গে ঐতিহ্যের সংমিশ্রণ ঘটিয়েছে।

হ্যান্ড-এমব্রয়ডারি ড্রেপড স্কার্ট সেট: দ্য স্টোরি ব্র্যান্ডের হ্যান্ড-এমব্রয়ডারি ড্রেপড স্কার্টে কালকি কোয়েচলিনকে উজ্বল দেখাচ্ছে। 

ইরিডেসেন্ট ড্রেপড মিনি ড্রেস: অভিনেত্রী পোশাক শিল্পী অমিত আগরওয়ালের একটি ইরিডেসেন্ট ড্রেপড মিনি ড্রেসে সেজে উঠেছেন। গাঢ় নীল এবং বেগুনি রঙের সঙ্গে এর ঝলমলে আভা দেওয়া এই পোশাক সন্ধ্যার যে কোনও অনুষ্ঠানের জন্য একেবারে আদর্শ।

রুচড ডিটেইলিং-সহ রিল্যাক্সড স্ট্রাইপড শার্ট: নায়িকা রুচড ডিটেইলিং-সহ একটি স্ট্রাইপড মেলোড্রামা শার্টে ধরা দিয়েছেন। পোশাকটি স্টাইলিস তো বটেই পাশাপাশি আরামদায়কও।

স্যান্ড বোরিয়া লিনেন শাড়ি: আনাভিলার রাজস্থানের ঐতিহ্যবাহী কাজের সঙ্গে স্যান্ড বোরিয়া লিনেন শাড়িতে অপূর্ব দেখাচ্ছে কালকিকে। প্রতিদিনের কাজ হোক বা বিশেষ কোনও অনুষ্ঠান সব কিছুতেই খুব সহজে এই লুক ক্যারি করা যেতে পারে। 

 হাতে বোনা দৈভিকার জাঙ্গালা সবুজ জরি সিল্ক শাড়ি: অভিনেত্রীকে দৈভিকার জাঙ্গালা সবুজ সিল্ক শাড়িতে ঝলমলে দেখাচ্ছে। বিয়ে বাড়িতেও এই ভাবে সাজতে পারেন। 

স্ন্যাচড লক অ্যান্ড ড্রপ কানের দুল: কেবল কালকির পোশাক নয়, তাঁর গয়নাতেও থাকে নানা চমক। যেমন এই কানের দুলটি। ক্যাসকেডিং হুপস, একটি ঝুলন্ত লক-সহ সোনার এই ড্রপ ইয়াররিং যে কোনও অনুষ্ঠানে আলাদা করে নজর কাড়তে বাধ্য।

 রিয়েল জরি একতারা টিস্যু শাড়ি: বেনারসের আসল জরি একতারা শাড়িতে ব্যক্তিত্বময়ী লাগছে কালকিকে। 

 অ্যাকোয়া হ্যান্ড পেন্টেড কলমকারি শাড়ি সঙ্গে লাইমলাইট মিরর এবং মেটাল পিরামিড হুপ ইয়াররিং: অ্যাকোয়া কলমকারি মোটিফের সিল্ক শাড়িতে নায়িকাকে অত্যাশ্চর্য দেখাচ্ছে। সঙ্গে মিরর কানের দুল বিবাহ বা বিশেষ অনুষ্ঠানের জন্য একেবারে আদর্শ সাজ।