By Priyanka Mukherjee
Published 4 Nov, 2023

Hindustan Times
Bangla

জন্মদিনে পায়ে ৩৭ হাজারের গুচির স্যান্ডেল! ফ্যাশন গোলস দিচ্ছেন অন্তঃসত্ত্বা শুভশ্রী

শুক্রবার ৩৩-এ পা দিলেন শুভশ্রী। ঘরোয়া আয়োজনেই চলল সেলিব্রেশন

ঘরোয়া পার্টিতে আঁটসাট নীল গাউনে ধরা দিলেন শুভশ্রী। ভেলভেট গাউনে সুস্পষ্ট তাঁর বেবি বাম্প। পার্টি মেকআপে পাওয়া গেল হবু মা-কে

কানে ঝোলা দুল, পায়ে গুচির জুতো, স্মোকি আইস আর গ্লসি লিপসে দেখা মিলল নায়িকার

শুভশ্রীর বার্থ ডে লুকে সবচেয়ে নজর কাড়া তাঁর পায়ের সাদা স্যান্ডেল।  গুচি (Gucci)-র এই স্যান্ডেলের দাম ৪৩৭ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায়  ৩৭ হাজার টাকা

৪৩৭ মার্কিন ডলার মূল্যের এই জুতোই শুক্রবার রাতে ছিল শুভশ্রীর পায়ে

নিজের সবচেয়ে কাছের মানুষদের সঙ্গেই এই বিশেষ দিনটা কাটালে শুভশ্রী

রাজকে কেক খাইয়ে দিচ্ছেন শুভশ্রী, সামনে এল মিষ্টি মুহূর্ত। ডিসেম্বরেই দ্বিতীয়বার মা হচ্ছেন শুভশ্রী।