By Priyanka Mukherjee
Published 13 Jan, 2024
Hindustan Times
Bangla
'ইশ কী কালো!'কটাক্ষকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেকে বদলে ফেলেন মিমি, নায়িকার অবাক করা ট্রান্সফরমেশন
টলিউডের প্রথম সারির অভিনেত্রী মিমি, এখন তো বলিউডেও পা দিয়েছেন নায়িকা। গত বছরেই মুক্তি পেয়েছে শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী
শুধু অভিনেত্রী নন, তিনি জননেত্রীও। ২০১৯ থেকে যাদবপুরের দায়িত্ব সামলাচ্ছেন এই তৃণমূল সাংসদ
জলপাইগুড়ির ডানপিটে মেয়ে মিমি কিন্তু কেরিয়ারের শুরুতে মোটেই গ্ল্যামারাস ছিলেন না, নিজেকে ঘষেমেজে নিয়েছেন নায়িকা
কেরিয়ারের গোড়ার দিকে কম কটাক্ষ শোনেননি মিমি। 'মিডিওকর, কালো'র মতো শব্দ জুড়ে দেওয়া হত তাঁর নামের পাশে
লোকের কথা শুনে একটা সময় নিজের শরীরকে অনেক কষ্ট দিয়েছেন মিমি-না খেয়ে থাকা, ইনজেকশন নেওয়া সবই করেছেন
তবে জীবন মিমিকে শিখিয়েছে নিজেকে ভালোবাসার সহজ পাঠ
বডি শেমিং-এর আর তোয়াক্কা করেন না মিমি। নিজের মতো করে, নিজের শর্তে বাঁচেন
গানের ওপারের পুপে হিসাবে প্রথম জনপ্রিয়তা পান মিমি, আর ফিরে তাকানি
রাজ চক্রবর্তীর বোঝে না সে বোঝে না মোড় ঘুরিয়ে দেয় মিমির কেরিয়ারের, তারপর নায়িকার ঝুলিতে রয়েছে অজস্র হিট
বক্স অফিসে মিমির শেষ রিলিজ রক্তবীজ সুপারহিট
আরও ওয়েব স্টোরিজের জন্য
আরও পড়ুন