Hindustan Times
Bangla

বছর শেষের ঘণ্টা বেজে গিয়েছে। সময় এসেছে পিছন ফিরে দেখার। বিনোদনের অন্যতম মাধ্যম এখন ওয়েব সিরিজ। বছর জুড়ে কোন কোন সিরিজ জয় করেছিল দর্শকদের মন? দেখে নিন একনজরে। 

শহরে বুকে ঘটে যাওয়া ছাত্র মৃত্যুর ঘটনার আদলে সিরিজ 'বিজয়া' মুক্তি পেয়েছিল। সিরিজে মায়ের চরিত্রে স্বস্তিকা মুখোপাধ্যায়ের অনবদ্য অভিনয় দর্শকদের মনে গভীর ভাবে দাগ কেটেছিল। 

 শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প অবলম্বনে 'পরিণীতা' মুক্তি পেয়েছিল হইচইয়ের পর্দায়। গৌরব চক্রবর্তী এবং দেবচন্দ্রিমা সিংহ রায় অভিনীত এই সিরিজ অনেকেই পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছিল। 

পাশাপাশি জি ফাইভে মুক্তি পাওয়া সিরিজ নারায়ণ স্যানালের গল্প অবলম্বনে 'কাঁটায় কাঁটায়' নিয়েও যথেষ্ঠ চর্চা হয়েছিল। থ্রিলারধর্মী এই সিরিজে নজর কেড়েছিলেন শাশ্বত চট্টোপাধ্যায় ও অনন্যা চট্টোপাধ্যায়। 

টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেতা অর্পণ ঘোষাল অভিনীত 'বসন্ত এসে গেছে' এই বছর মুক্তিপ্রাপ্ত সিরিজগুলির মধ্যে আলাদা করে নজর কেড়েছিল।

নারী নির্যাতনের বিরুদ্ধে নারী ক্ষমতায়নের প্রতীক হিসেবে পাওলি দামের 'কাবেরী' বেশ প্রশংসা পেয়েছিল। 

তন্ত্র মন্ত্র, ভূত প্রেত তাঁর সঙ্গে রহস্য রোমাঞ্চ নিয়ে আবার পরমব্রত চট্টপাধ্যায় পরিচালনায় ভাদুড়ী মশাই হাজির হয়েছিল ওটিটির পর্দায়। পর্ণশবরীর শাপের পর চলতি বছরের ভূতচতুর্দশীতে মুক্তি পাওয়া ভৌতিক আবহের 'নিকষছায়া' অনেকের মনেই জায়গা করে নিয়েছিল।  

তাছাড়াও অনির্বাণ ভট্টাচার্য পরিচালিত শেক্সপিয়ারের 'রোমিও জুলিয়েট' অবলম্বনে 'তালমার রোমিও জুলিয়েট' সকলের মন জিতে নিয়েছিল। পরিচালনার পাশাপাশি অনির্বাণের অভিনয় এই সিরিজকে অন্য মাত্রা দিয়েছিল। 

তাছাড়াও এইবছর ওটিটিতে প্রথম কালরাত্রি'-এর হাত ধরে অভিষেক হয় ছোট পর্দার 'মিঠাই' সৌমিতৃষা কুণ্ডুর। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত এই সিরিজ নিয়েও নানা চর্চা হয়েছে সমাজমাধ্যমের পাতা জুড়ে।

অন্যদিকে, বছর শেষে সৃজিত মুখোপাধ্যায় পরিচালনায় 'ফেলুদা' আবার ফিরেছে। সম্প্রতি মুক্তি পেয়েছে টোটা রায় চৌধুরী অভিনীত 'ফেলুদার গোয়েন্দাগিরি: ভূস্বর্গ ভয়ঙ্কর'