Hindustan Times
Bangla

২০০৮ সালে পঞ্জাবের হয়ে খেলে ৬১৬ রান করে প্রথমবার IPL-এর অরেঞ্জ ক্যাপ জিতেছিলেন শন মার্শ। পাঁচটি অর্ধশতরান ও একটি শতরান করেছিলেন তিনি।

২০০৯ সালের IPL-এ অরেঞ্জ ক্যাপ জিতেছিলেন ম্যাথু হেডেন। CSK-এর হয়ে খেলে ৫৭২ রান করেছিলেন তিনি।

২০১০ সালে প্রথম কোনও ভারতীয় IPL এ কমলা টুপি জেতেন। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সে বছরে ৬১৮ রান করে অরেঞ্জ ক্যাপ জিতেছিলেন সচিন তেন্ডুলকর।

RCB-র হয়ে পরপর দুই বছর অর্থাৎ ২০১১ ও ২০১২ সালে কমলা টুপির মালিক হয়েছিলেন ক্রিস গেইল।

২০১৩ সালে চেন্নাই সুপার কিংসের মাইক হাসির মাথায় উঠেছিল কমলা টুপি। সে বছরে তিনি করেছিলেন ৭৩৩ রান।

২০১৪ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ৬৬০ রান করে কমলা টুপি জিতেছিলেন রবিন উথাপ্পা।

২০১৫ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে প্রথমবার কমলা টুপি জেতেন ডেভিড ওয়ার্নার। এরপরে ২০১৭ সালে ও ২০১৯ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে কমলা টুপি জিতেছিলেন অজি ব্যাটার।

২০১৬ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে নিজের কেরিয়ারের প্রথম কমলা টুপি জিতেছিলেন বিরাট কোহলি। সেই বছরে তিনি ৯৭৩ রান করেছিলেন।

২০১৮ সালে কেন উইলিয়ামসন ৭৩৫ রান করে কমলা টুপির মালিক হয়েছিলেন।  সেই বছরে তিনি সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছিলেন।

পঞ্জাব কিংসের হয়ে ৬৭০ রান করে ২০২০ সালে কমলা টুপির মালিক হয়েছিলেন কেএল রাহুল। 

২০২১ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে ৬৩৫ রান করে কমলা টুপি জিতেছিলেন রুতুরাজ।

২০২২ সালের আইপিএল-এ শেষ কমলা টুপির মালিক হয়েছিলেন জস বাটলার। তিনি ৮৬৩ রান করেছিলেন।