Hindustan Times
Bangla

মা লক্ষ্মীর কৃপা পেতে চাণক্যের এই উপদেশগুলি দেখে নিন। 

আচার্য চাণক্যের মতে, এই পৃথিবীতে যদি আপনার কাছে সবচেয়ে মূল্যবান কিছু থাকে, তা হল সময়। 

যে ব্যক্তি সময়ের মূল্য দেয় না, সে জীবনে সাফল্য অর্জনের জন্য বেশি সময় নেয়। 

চাণক্য নীতি অনুসারে, যারা শৃঙ্খলা মেনে চলতে জানে, কেবল তারাই জীবনে অর্থ বা সাফল্য পায়।

যারা নিজেদের পরিষ্কার-পরিচ্ছন্ন রাখে না তারা অলস এবং অসুস্থ। 

শুধু তাই নয়, এই মানুষগুলোর আত্মবিশ্বাসেরও অভাব রয়েছে। 

এই মানুষগুলোর জীবনে নতুন কিছু করার সাহস নেই বলেই জানান চাণক্য।