Hindustan Times
Bangla

চিকেন ভাজার সেরা ১০ পদের তালিকায় ভারতের একটি! আপনারও প্রিয় নাকি এটি

পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ভাজা চিকেনের ডিশের মধ্যে ভারতের একটি। জানেন কি তার নাম?

দেখে নিন ১ থেকে দশের তালিকা। 

১। আয়াম গোরেং: ইন্দোনেশিয়ার জনপ্রিয় পদ এটি। 

২। পপকর্ন চিকেন: অনেক জায়গাতেই এটি পাওয়া যায়। তবে তালিকায় আছে শুধু তাইওয়ানের পপকর্ন চিকেন ভাজা। 

৩। সাদার্ন ফ্রায়েড চিকেন: আমেরিকার দক্ষিণের প্রদেশগুলির জনপ্রিয় পদ। 

৪। ক্রিসপি ফ্রায়েড চিকেন: চিনের জনপ্রিয় পদ এটি।

৫। চিকেন কিভ: ইউক্রেনের কিভ শহরে এই পদটির জন্ম। সেখান থেকেই নামকরণ। 

৬। আয়াম পেনইয়েত: ইন্দোনেশিয়ার পূর্ব জাভার পদ এটি।

৭। পোজারস্কায়া কোতলেতা: রাশিয়ার জনপ্রিয় চিকেন ভাজা পদ এটি।

৮। বাখেন্দ: অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার জনপ্রিয় পদ এটি। স্ট্রিট ফুড হিসাবেও বিখ্যাত।

৭। পোজারস্কায়া কোতলেতা: রাশিয়ার জনপ্রিয় চিকেন ভাজা পদ এটি।

১০। চিকেন ৬৫: ভারতের চেন্নাই শহরের জনপ্রিয় এই পদটি জায়গা পেয়েছে ১০ নম্বরে।