By Sanket Dhar
Published May 21, 2023

Hindustan Times
Bangla

চোখে লঙ্কার হাত লেগে ভীষণ জ্বালা? ভুলেও করবেন না এই কাজ

কাজ করতে করতে কতরকম বিপদই না হয়। রান্না করাটাই নেহাত সহজ কাজ নয়।

অনেক সময় রান্না করতে করতে চোখে লঙ্কার গুঁড়ো লেগে যায়। তারপরেই ভীষণ জ্বালা দিতে থাকে।

এই সময় কয়েকটি কাজ ভুলেও করবেন না।

চোখ জ্বললেই আমাদের স্বাভাবিক প্রতিক্রিয়া চোখ ঘষা। এই কাজ একদম করবেন না।

চোখ গরম জল দিয়ে ধুতে যাবেন না। এতে চোখের বড়সড় বিপদ হতে পারে।

বরং ঠান্ডা বা বরফ ঠান্ডা জল দিয়ে চোখ বারবার ধুয়ে নিন। দেখবেন জ্বালাভাব কমেছে অনেকটাই।